ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চট্টগ্রাম হারালো কক্সবাজারকে

অসম্পূর্ণ স্কোর কার্ড!

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জয় দিয়ে শুরু করেছে। রাঙামাটিতে অনুষ্ঠিত এ খেলায় চট্টগ্রাম ৮ উইকেটে কক্সবাজারকে পরাজিত করে। টসে জিতে কক্সবাজার প্রথমে ব্যাট করে। ৩৪.৩ ওভার খেলে তারা মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ফাহিম ১৩ এবং আরমান ২১ ছাড়া আর কেউ দু’অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২১ রান। চট্টগ্রামের সাকিব ১২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেয়। আবদুল্লাহ পায় ২টি উইকেট। ১টি করে উইকেট দখল করে অমিত,আহনাফ এবং আজমাইন। জবাবে চট্টগ্রাম ২ উইকেট খরচ করে ১৬.৫ ওভারে ৯৪ রান তুলে নেয়। ওপেনার আরশাদুল ০ রানে আউট হলেও অপর ওপেনার ইফাজ ৫৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকে। ইফাজের ইনিংসে ১০টি চার এবং ১টি ছক্কার মার ছিল। ইফাজ সাবেক জাতীয় ক্রিকেটার নাজিমউদ্দিনের ছেলে। এছাড়া রায়হান ২৯ বল খেলে ২০ রান করে। সাদমান ৪ রানে অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে ১২ রান। কক্সবাজারের পক্ষে দাইয়ান এবং অনিন্দ্য ১টি করে উইকেট পায়। গতকাল সিজেকেএস থেকে পাঠানো স্কোরকার্ডটি ছিল অসম্পূর্ণ। এতে টুর্নামেন্টের নাম,খেলার ফলাফল উল্লেখ করা হয়নি। দু’দলের অধিনায়কের নামও লেখা হয়নি। উপরন্তু টুর্নামেন্টটি অনূর্ধ্ব১৮ বয়সীদের বলে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি প্লেয়ার অব দা মান্থ হলেন মিচেল স্টার্ক, লরা উলভার্ট
পরবর্তী নিবন্ধপাহাড়তলী থানায় শীতকালীন আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা