অনিরুদ্ধ বড়ুয়া (অনি) মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ শাহীন আলরাজী।
বৃত্তি প্রাপ্তরা হলেন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা রহমান, মোহাম্মদ তাসমিন হোসেন লাবিব। ব্যবসায় শিক্ষাবিভাগের হাবিবা হাসেম এবং মানবিক বিভাগের শর্মিষ্ঠা দাস গুপ্তা, তাবাসসুম ফেরদৌস মাহিয়া ও ওয়াহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মঈন উদ্দিন আহমেদ এবং সহকারী অধ্যাপক জান্নাতুন নাহার এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিরাজুর রহমান তুহিন।
উল্লেখ্য, কনফিডেন্স সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান রুপম কিশোর বড়ুয়ার প্রয়াত ছেলে অনিরুদ্ধ বড়ুয়া (অনির) স্মৃতি রক্ষার্থে তিনি প্রতি বছর ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।