ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব🙂 মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মির্জা সালমান ইস্পাহানি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা সালমান ইস্পাহানির সহধর্মিণী ম্যাডাম শিরিন ইস্পাহানি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক আলী ইস্পাহানি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষের সহধর্মিণী ম্যাডাম তৌহিদা ইসলাম, এম এম ইস্পাহানি লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষবৃন্দ, প্রতিষ্ঠানের বর্তমান ও অতীত গভর্নিং বডির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, প্রতিষ্ঠানের কলেজ ও স্কুল শাখার একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজ ও স্কুল শাখার বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, কলেজ ও স্কুল শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে পাঁচ হাজারেরও বেশি অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











