ইস্পাহানি এবার শুধু চট্টগ্রামের ভোক্তাদের জন্য নিয়ে এসেছে ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড। “চাটগাইয়া অক্কলর মনর মতো চা”– এই স্লোগানকে সামনে নিয়ে বাজারে নিয়ে আসা এ চা–এর ব্লেন্ড তৈরি করা হয়েছে চট্টগ্রামের আপামর মানুষের চা–এর স্বাদকে মাথায় রেখে। এ উপলক্ষে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে একটি জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ইস্পাহানি টি লিমিটেডের ডিরেক্টরগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড এখন চট্টগ্রামের সব জায়গায় পাওয়া যাচ্ছে। চট্টলা ব্লেন্ডে বর্তমানে পাওয়া যাচ্ছে ৫০০ গ্রামের প্যাকেটে। প্রেস বিজ্ঞপ্তি।