কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের গ্রুপ পর্বের গতকালের খেলায় জয় পেয়েছে ইস্পাহানি ক্রিকেট একাডেমি এবং চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স। দিনের প্রথম ম্যাচে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৩২ রানে জুনিয়র ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ১৫১ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র ক্রিকেট একাডেমি ১১৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের তৌসিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রফেসর এ.কে.এম সাইফুল্লাহ চৌধুরী। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স ৪ উইকেটে বাঁশখালী ইয়ং টাইগার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বাঁশখালী ইয়ং টাইগার ক্রিকেট একাডেমি ১২৮ রান সংগ্রহ করে। জবাবে চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের তারেক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এবং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সরোয়ার খান।











