ইস্পাত শিল্পে নতুন প্রযুক্তির ব্যবহার কমাবে উৎপাদন ব্যয়

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘ড্যানিয়েলি গ্লোবাল পার্টনার ইন দি মেটাল ইন্ডাস্ট্রিজ এন্ড লেটেস্ট টেকনোলজি ইন লং প্রডাক্টস’ শীর্ষক এক সেমিনার গত সোমবার সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. . রশীদের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সেমিনারে বিএসআরএম’র চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী হাসান জাফর চৌধুরী প্রধান অতিথি ছিলেন। ড্যানিয়েলি ইন্ডিয়া লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী অগাস্টো ফেরো সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া রিসোর্স পার্সন ছিলেন ড্যানিয়েলি কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের বিজিনেস ডেভেলপমেন্ট বাংলাদেশের গন বিদেশ। কেন্দ্রের ভাইসচেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রাজীব বড়ুয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। কারিগরী আলোচনা ও সেমিনার উপকমিটির সদস্য সচিব ড. প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম মূল প্রবন্ধকারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন ও প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, কাউন্সিল ও ইআরসির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বিএসআরএম, কেএসআরএম, জিপিএইচ ইস্পাত, আবুল খায়ের স্টিলসহ বিভিন্ন ইস্পাত উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলী এবং চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীসহ দুইশ’র অধিক প্রকৌশলী সদস্য উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অগাস্টো ফেরো বলেন, আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে ধাতব শিল্পে দীর্ঘ পণ্যের ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তির অন্যতম গর্বিত অংশীদারিত্ব হিসেবে গ্লোবাল ড্যানিয়েলি লিমিটেড বিভিন্ন উদ্ভাবনির কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ধাতব ও ভারী স্টিল শিল্পে উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে কম বিদ্যুৎ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ব্যয় হ্রাস করে স্টিল খাতের প্রভূত উন্নয়ন সাধিত হবে। তিনি টেকসই ধাতব শিল্পের পরিবেশ বান্ধব, নিরাপত্তা নিশ্চিত ও দক্ষতা বাড়াতে ড্যানিয়েলি লিমিটেডের বিভিন্ন প্রযুক্তিসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলী হাসান জাফর চৌধুরী বলেন, নবীন শিক্ষার্থীরা যুগের চ্যালেঞ্জ গ্রহণের জন্য ডিজিটাল প্রযুক্তি, গ্রিন টেকনোলজি ও সেফটি এই তিনটি বিষয়ে দক্ষতা বাড়াতে পারলে নতুন কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবে। দেশের স্টিল মিলস, রিরোলিং মিলস এ উৎপাদন বৃদ্ধিতে গুণগতমান সম্পন্ন কাঁচামাল ব্যাপক গুরুত্ব বহন করে। তিনি ভারী শিল্পে ডিজিটালাইজেশন ও গ্রিন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে অবকাঠামো নির্মাণে গুণগতমান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন দীর্ঘ পণ্য উৎপাদনে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.. রশীদ বলেন, বিশ্বে প্রতি বছরই প্রতিনিয়ত ইস্পাত খাতে নতুন নতুন প্রযুক্তি আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আধুনিক প্রযুক্তির বিষয়ে গবেষণার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত করে নিজেদের গড়ে তুলতে তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কোন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য নয় বরং বিশ্বের ভারী শিল্পের হালনাগাদ অগ্রগতি ও আধুনিক প্রযুক্তির বিষয়ে প্রকৌশলীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য এই ধরনের সেমিনার আয়োজন করা হয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগং রোজভ্যালির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির অনুষ্ঠান