ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে মেরাকি অনুষ্ঠান

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈশ্বিক সচেতনতার মিলনমেলায় পরিণত হয়েছে এবারের মেরাকি আয়োজন। টহাবরষরহম এষড়নধষ ঠড়রপবং ২.০ থিমে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় মোট ৪৯টি দল। প্রতিটি দলে ছিল ১০ থেকে ১২ জন শিক্ষার্থী। এই সেমিস্টারের মেরাকি আয়োজন করা হয় দুটি পর্বে। প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের কলসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্লোবাল পার্সপেকটিভস শোকেস। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তৈরি পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্রদর্শনীগুলোর মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলোর গভীরতা ও প্রভাব তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে শুরু হয় ক্রিয়েটিভ টিভিসি এঙিবিশন। শিক্ষার্থীদের তৈরি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) বড় এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয়। প্রতিটি টিভিসিতে সংশ্লিষ্ট সমস্যার কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান সৃজনশীল উপস্থাপনায় তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক এম. সেকান্দার খান, সজল কান্তি বড়ুয়া, রাওনাক আফরোজ প্রমুখ। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বিশ্লেষণী দক্ষতা ও বৈশ্বিক ইস্যু সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরাও জানান, বাস্তবভিত্তিক শেখার ক্ষেত্রে এই আয়োজন তাঁদের জন্য কার্যকর অভিজ্ঞতা হয়ে উঠেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেএসডির বৃহত্তর চট্টগ্রামেরপ্রার্থীদের সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধআমানত (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে ওয়াহেদ মুরাদের নির্বাচনী প্রচারণা শুরু