শেঠ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট এন্ড কনস্ট্রাকশন লিমিটেড ও ম্যাক্স হাসপাতালের সাথে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার হাসপাতালের কনফারেন্স রুমে চুক্তিতে স্বাক্ষর করেন ইস্ট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টুলু উস শামস ও ম্যাঙ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. লিয়াকত আলী খান।
এ সময় ইস্ট এন্ড কনস্ট্রাকশনের হেড অব ব্র্যান্ড ও মার্কেটিং সাইফুল ইসলাম, কর্পোরেট রিলেশন অফিসার স্মিতা চৌধুরী, ম্যাঙ হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডা. আবুল কাশেম মাসুদ, জেনারেল ম্যানেজার রঞ্জন প্রসাদ দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই চুক্তির ফলে ইস্ট এন্ড কনস্ট্রাকশন লিমিটেড গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ ম্যাঙ হাসপাতালে বিশেষ কর্পোরেট সুবিধা পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।