ইস্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স পিএলসি’র ৫৬তম বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেডার্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক মোঃ আবদুল মতিন, কবীর মাহমুদ, শাহিনা সুলতানা, শেয়ারহোল্ডার পরিচালক মোঃ শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, কোম্পানি সচিব আবু মোহাম্মদ সাইফুদ্দীন, সিএফও মোঃ রেজাউল করিম সিদ্দিক এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। শেয়ারহোল্ডারগণ গত বছরের ৩০ জুন সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ইস্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স পিএলসির পর্ষদ চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৩২৪ অর্থবছরের জন্য প্রতি শেয়ারে ৮০% নগদ এবং ১০% স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ১০% লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছুটিতে থাকা ১২ বিচারপতি সংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ কমপ্লেক্সে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা