ইস্টার্ন লুব্রিকেন্টস এর আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড লাভ

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডে সিলভার পুরস্কার অর্জন করল ইস্টার্ন লুব্রিকেন্টস। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) মর্যাদাপূর্ণ ‘১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’এ সিলভার অ্যাওয়ার্ড লাভ করেছে। গত ১৭ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য ‘তেল, গ্যাস ও জ্বালানি’ ক্যাটাগরিতে এই বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, আর্থিক তথ্যের নির্ভুলতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ফলস্বরূপ এই অর্জন। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিষপানে তরুণের মৃত্যু