ক্রুড অয়েল খালাসে প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েবের অভিযোগে ইস্টার্ন রিফাইনারি পিএলসি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (বিএসসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার প্রথমে নগরীর সল্টগোলা রোডে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চট্টগ্রাম অফিস এবং পরে নগরীর পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম অফিসে এনফোর্সমেন্ট টিম উপস্থিত হয়। এ সময় অফিস দুটি থেকে সংশ্লিষ্ট নানা রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ বিষয়ে বক্তব্য নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান। তিনি আজাদীকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামে দুটি জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসের সময় স্বাভাবিক ওশান লস বাদ দিয়ে নেট শর্ট ল্যান্ডিংয়ের বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হলে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির শোর ট্যাংকে তেল নেওয়ার সময় শর্ট ল্যান্ডিংয়ের (তেল কমে যাওয়া) ঘটনায় তেলের কোয়ান্টিফিকেশন, যৌথ সার্ভে প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে কমিশন বরাবর দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।












