ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পরিশোধন সক্ষমতার শতভাগ অর্জন, স্বল্পতম সময়ে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তার পদোন্নতি, মেগা প্রকল্প ইআরএল ইউনিট ২ বাস্তবায়ন প্রক্রিয়াসহ সার্বিক ব্যবস্থাপনায় অনেক গতি এসেছে। এই সব সাফল্যের জন্য ইস্টার্ন রিফাইনারি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইআরএলএর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমানকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সদ্য পদোন্নতি প্রাপ্ত মহাব্যবস্থাপকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রায়হান আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন সকল মহাব্যবস্থাপকসহ অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজি মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ নাসির আলম। প্রেস বিজ্ঞপ্তি।