ইস্টার্ন রিফাইনারিকে সম্মাননা

৪০% এলপিজি উৎপাদন বৃদ্ধি

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

দেশে চাহিদা থাকায় এবং বিশ্বব্যাপী সকল পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এলপিজি উৎপাদনের সক্ষমতা পূর্বের তুলনায় প্রায় ৪০% বৃদ্ধি করেছে। এই সফলতা অর্জনের স্বীকৃতিস্বরূপ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমানের হাতে বিশেষ ‘সম্মাননা স্মারক’ ও ‘সম্মাননা সনদ’ তুলে দেন।

এসময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান (সচিব) এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রকৌশলী মো. লোকমান বলেন, মন্ত্রণালয় ও বিপিসির সর্বোত্তম ব্যবস্থাপনা এবং আন্তরিক সহযোগিতাই ছিল এই অর্জনের মূল নিয়ামক শক্তি। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের পেশাগত দক্ষতার কারণে এলপিজির উৎপাদন প্রায় ৪০% বৃদ্ধি করতে সক্ষম হয়।

অসামান্য এই অর্জনের জন্য তিনি মন্ত্রণালয়, বিপিসি এবং ইআরএল পরিচালনা পর্ষদসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতথ্য সচিবের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু