ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের (ইআরএল) ৪৭তম বার্ষিক সাধারণ সভা ৮ মার্চ কোম্পানির উত্তর পতেঙ্গাস্থ রেজিস্টার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইআরএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবিএম আজাদ।
বার্ষিক সাধারণ সভায় ২০২২–২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিস্তারিত আলোচনাপূর্বক অনুমোদন করা হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ২০২২–২৩ অর্থবছরের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার হিসেবে প্রায় ৫৬ বছরের পুরাতন এ প্রতিষ্ঠানটি ২০২২–২৩ অর্থবছরে নিরবচ্ছিন্নভাবে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রেখে ৩৫.৩৪ কোটি টাকা কর পরবর্তী নিট মুনাফা অর্জন করে এবং ৩০.৭৭ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যা প্রতিষ্ঠানের ইতিহাসে সর্ব্বোচ্চ। আলোচ্য অর্থবছরে পরিশোধন লক্ষ্যমাত্রা ১৪.০০ লক্ষ মে. টন এর বিপরীতে প্রকৃত পরিশোধন হয়েছে ১৪.৪৩ লক্ষ মে. টন যা পরিশোধন লক্ষ্যমাত্রার ১০৩.০০ শতাংশ এবং প্রতিষ্ঠানের পরিশোধন সক্ষমতা ১৫.০০ লক্ষ মে. টন এর ৯৬.২০ শতাংশ। কোম্পানির মুনাফা অর্জনের ধারা অব্যাহত রাখা এবং সার্বিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও ঐকান্তিকতার সাথে সম্পাদিত হওয়াতে সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সর্বস্তরের কর্মকর্তা ও শ্রমিক–কর্মচারীদের ভূয়সী প্রশংসা করা হয়।
সভায় ইআরএল পরিচালনা পর্যদের সদস্য খালিদ আহম্মেদ, অতিরিক্ত সচিব এবং পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা), বিপিসি; মোহাম্মদ ইলিয়াস হোসেন, যুগ্মসচিব (প্রশাসন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; খেনচান, যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট, ড. ইসমাত মাহমুদা, যুগ্মসচিব ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–১, প্রধানমন্ত্রীর কার্যালয়; দিলওয়ারা আলো, উপসচিব (পরিকল্পনা–২ শাখা), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; প্রকৌশলী মোঃ লোকমান, ব্যবস্থাপনা পরিচালক, ইআরএল উপস্থিত ছিলেন। এছাড়াও, ইআরএল’র শেয়ারহোল্ডার সর্বজনাব মুহম্মদ আশরাফ হোসেন, সচিব, বিপিসি; মুস্তফা কুদরুত–ই–ইলাহী, মহাব্যবস্থাপক (বাঃ ও অপাঃ), বিপিসি; এ টি এম সেলিম, মহাব্যবস্থাপক (হিসাব), বিপিসি এবং বিপিসি’র প্রতিনিধি সর্বজনাব অনুপম বড়ুয়া, যুগ্ম সচিব ও পরিচালক (বিপণন), বিপিসি; মোঃ ইউসুফ হোসেন ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, পিটিসিএল পিএলসি ও ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা), বিপিসিসহ বিপিসি ও ইআরএল’র ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












