শেঠ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্টএন্ড কন্সট্রাকশন লিমিটেড ও বিউটি বাফেট-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি বিউটি বাফেট-এর কনফারেন্স রুমে এ দ্বি-পাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন ইস্টএন্ড কন্সট্রাকশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক টুলু উশ শামস ও বিউটি বাফেট-এর চেয়ারম্যান ইসরাত জাহান ইভা।
এ সময় ইস্টএন্ড কন্সট্রাকশন লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড মার্কেটিং সাইফুল ইসলাম, কর্পোরেট রিলেশনশিপ অফিসার স্মিতা চৌধুরী, ব্র্যান্ড এক্সিকিউটিভ সাইফুল ইসলাম আলিফ ও বিউটি বাফেট-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই চুক্তির ফলে ইস্টএন্ড কন্সট্রাকশন লিমিটেড-এর ক্যাসাব্লাঙ্কা ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারী বিউটি বাফেট থেকে সকল সেবায় এ বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।