ইসি থেকে মনোনয়ন ফরম নিলেন নজিবুল বশর, লায়ন ইমরানসহ ৭ প্রার্থী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন (ইসি) থেকে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম(সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের লায়ন মোহাম্মদ ইমরান এবং চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে তরিকত ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিভিন্ন আসন থেকে মোট ৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

এছাড়া ফটিকছড়ি আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী। চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান।

এর আগে গত ২০ ও ১৯ নভেম্বর নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম(হাটহাজারী) আসন থেকে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম(সীতাকুণ্ড) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন, চট্টগ্রাম(মীরসরাই) আসন থেকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং পটিয়া থেকে স্বতন্ত্র প্রার্থী ওসমান গণি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের চার আসনে আ.লীগের মনোনয়ন চান ৪০ জন
পরবর্তী নিবন্ধআমবাগানে ছুরিকাঘাতে যুবক খুন