ইসির সিদ্ধান্তে হস্তক্ষেপ করা উচিত হবে না : চবি উপাচার্য

সুশীল সমাজের সংলাপ

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করা উচিত হবে না। ভোটের প্রতিটি ধাপ যথাসম্ভব স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। উপাচার্য আরও বলেন, বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং। এই সময়ে নির্বাচন কমিশনের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন করতে পারলে আপনারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবেন, আর যদি তা না হয়, তার ফলাফলও আপনারা জানেন। বিশেষ করে পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে, কারণ সেখানে বিতর্কের সম্ভাবনা বেশি।

গত রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুশীল সমাজের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংলাপে অংশগ্রহণ করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আল মাহমুদ হাসানউজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, প্রফেসর আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান প্রমুখ।

পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রোবায়েত ফেরদৌস ও টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণা এড়াতে রেল সেবা অ্যাপ থেকে টিকেট কেনার পরামর্শ
পরবর্তী নিবন্ধমেজর নাজমুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত