নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা এবং তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ। তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, বিচার হওয়া উচিত; কারণ তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। খবর বিডিনিউজের।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ইসির বিরুদ্ধে মামলা করবে কিনা প্রশ্ন করা হলে ফখরুল বলেন, আমরা চিন্তা করে দেখব ইসির বিরুদ্ধে মামলা করা যায় কিনা। এখন মামলা করে তো কোনো লাভ হয় না। কারণ বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারে না। এ সময় তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য করা সার্চ কমিটির কঠোর সমালোচনা করে তার কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ইসি গঠন করার জন্য যে সার্চ কমিটি করা হয়েছে আমরা তা মানি না। এসবে আমাদের কোনো আগ্রহ নেই। ইসি গঠন বা সার্চ কমিটিতে নাম দেওয়া, এগুলোর কোনো মূল্য নেই। আওয়ামী লীগ তাদের মতো করেই সব নামগুলো দিয়ে দেয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ইসি নিয়োগে ২৭ জানুয়ারি পাস হওয়া আইনের আলোকে ৫ ফেব্রুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। পরদিন এক গণবিজ্ঞপ্তিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করতে বলে সার্চ কমিটি। আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্ত করতে সার্চ কমিটি ১৫ দিন সময় পাবে।












