ইসির ডেটা এন্ট্রি অপারেটর গ্রেপ্তার, দুই দিনের রিমাণ্ড

এনআইডি জালিয়াতি মামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

চাঞ্চল্যকর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) জালিয়াতির ঘটনায় বয়ান উদ্দিন (২৮) নামে ইসির এক ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মহেশখালীর মাতারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। ঘটনায় গ্রেপ্তার মোস্তফা ফারুক নামের অপর একজনের আদালতে দেওয়া জবানবন্দিতে বয়ানের নাম উঠে আসে। এদিকে গত শুক্রবার বয়ান উদ্দিনের ৫ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করলে মহানগর হাকিম মেহনাজ রহমান দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহা আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এনআইডি জালিয়াতি ঘটনার পর দুদকের করা মামলায় এজাহারনামীয় পাঁচজন, ঘটনায় জড়িত ও তদন্তে প্রাপ্ত ১২ জনসহ মোট ১৮ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি জয়নালসহ ৬ জন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্ষিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৯ সালের ২২ আগস্ট লাকী নামের এক নারী চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড তুলতে গেলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ওই নারী রোহিঙ্গা এবং টাকা দিয়ে এনআইডি করিয়েছেন। দেশজুড়ে বহুল আলোচিত এনআইডি জালিয়াতির এ ঘটনার পরপর আটজনকে আসামি করে দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে একটি মামলা তদন্ত করছে সিআইডি। অপরটি করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসরকার জাহাজের চেয়ে নাবিকদের জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছে
পরবর্তী নিবন্ধমাদ্রাসার স্টোররুমে ছাত্রের গলাকাটা লাশ