ইসির অ্যাপে জানা যাবে ভোটার নাম্বার ও ভোট কেন্দ্রের তথ্য : ইসি সচিব

পটিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩২ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে গতকাল থেকে। উপজেলায় মোট ২ লাখ ৬৫ হাজার ৭৮৭ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর।

গতকাল শনিবার সকালে পটিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের ভোটার জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় হুইপ সামশুল হক চৌধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পটিয়ায় স্মার্ট কার্ড বিতরণ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথি মো. জাহাংগীর বলেন, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সমাজ করতে হলে নিজেকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে কোনো ভোটার চাইলে অ্যাপ ব্যবহার করে ভোটার নাম্বার, ভোট সেন্টারের নাম ও লোকেশন জেনে নিতে পারবেন। তিনি নির্বাচনকালীন ভোট কেন্দ্রে ডিউটিরত কর্মকর্তাদের ভোট দানের প্রক্রিয়াকে আরো সহজ করার অনুরোধ জানান।

চট্টগ্রামের সিনিয়র জেলা কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ..ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, মহিলা সদস্য ফারহানা আফরিন জিনিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধসমাজের আলোর বুননে আঁধার ভেঙে আলো ফিরে আসুক
পরবর্তী নিবন্ধনৈতিক শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে