ইসিবির সঙ্গে দুবাইয়ে বিসিবি সভাপতির বৈঠক

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি ফারুক আহমেদের প্রথম বিদেশ সফর। গেলেন দুবাইয়ে। সেখানেই হবে এবারের নারী টিটোয়েন্টি বিশ্বকাপের আসর। জুলাই বিপ্লবের পরবর্তী অস্থিরতা বিবেচনায় বাংলাদেশ থেকে স্থানান্তরিত করে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে বিশ্বকাপের আসর। অবশ্য বিশ্বকাপটাই কেবল হচ্ছে সেখানে। আয়োজক স্বত্বটা থাকছে বাংলাদেশের হাতে। ফারুক আহমেদ উড়াল দিলেন সেখানেই। বৈঠক করেছেন আমিরাতের ক্রিকেট বোর্ড (ইসিবি) এর কর্তাব্যক্তিদের সঙ্গে। আর বৈঠকের বিষয় সেই বিশ্বকাপই। নারীদের এই বিশ্বকাপের রোডম্যাপ ঠিক করতেই দুবাইয়ে উড়াল দিয়েছেন নবনির্বাচিত বোর্ড সভাপতি। আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের উপস্থিতিতে আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের প্রধান মাবারাক আল নাহিয়ান এবং অন্যান্য কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেট বোর্ড সভাপতি। সঙ্গে ছিলেন বোর্ডের সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

পূর্ববর্তী নিবন্ধ১০ রানে অলআউট মঙ্গোলিয়া!
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ