নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা এবং মাইক ভাঙচুরের অভিযোগ এনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক তিনটি অভিযোগ দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল শনিবার শাহাদাতের পক্ষে তার একান্ত সচিব মারুফুল হক চৌধুরী অভিযোগ তিনটি জমা দেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল মেয়র এবং কাউন্সিলরদের ৬টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে মেয়র প্রার্থী শাহাদাতের পক্ষে তিনটি অভিযোগ জমা পড়ে। গত ৮ জানুয়ারি চসিক নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৪টি অভিযোগ জমা পড়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এর মধ্যে ৮টি অভিযোগই প্রধান দুই দলের মেয়র প্রার্থীর।
গতকাল শাহাদাতের পক্ষে জমা দেয়া তিনটি অভিযোগে বলা হয়, নগরীর ২৩নং পাঠানটুলি ওয়ার্ড, ২৫নং রামপুরা ওয়ার্ড এবং ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে পোস্টার লাগানোর সময় তা ছিঁড়ে ফেলা এবং প্রচারণার সময় মাইক ভাঙচুর করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে বলেন, এ পর্যন্ত যতগুলো অভিযোগ আমার কাছে জমা পড়েছে, আমি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানার ওসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিষয়গুলো তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। আমরা নির্বাচনী আইনশৃঙ্খলার ব্যাপারে কঠোর। যিনি নির্বাচনী আইন ভঙ্গ করবেন, সুষ্ঠু পরিবেশে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।