চট্টগ্রাম–৮ আসনের (বোয়ালখালী–চান্দাগাঁও) উপ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার এবং ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকা জেলা নির্বাচন অফিস থেকে ঢাকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৮ মাস আগে চট্টগ্রাম–৮ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৭ এপ্রিল উপ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি এক বছরও দায়িত্ব পালন করতে পারবেন না। তবে এবার যিনি এই আসনে মনোনয়ন পাবেন তিনিই আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠেয় পরবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন বলে ধারণা করছেন সম্ভাব্য প্রার্থীরা। এই কারণে এই আসনের উপ নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এই আসনে প্রার্থী হতে চান এমন যারা মাঠে দৌড়–ঝাঁপ করছেন এরকম ১৩ জনের নাম পাওয়া গেছে।
এদের মধ্যে আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস এম আবুল কালাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের সুজন, বিজিএমইয়ের সাবেক সহ সভাপতি এস এম আবু তৈয়ব, সুকুমার চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা প্রকৗশলী বিজয় কুমার চৌধুরী কৃষাণ, মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিনী শিরিন আহমেদ, মইনুদ্দিন খান বাদলের সহধর্মিনী সেলিনা খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য শিল্পপতি মুজিবুর রহমান, বিএনএফ’র প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ ও ব্যারিস্টার কফিল উদ্দিন।
নির্বাচন কমিশন গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ, প্রত্যাহারের শেষ সময় ৫ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল। আগামী ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তবে এ দিন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।












