ইসহাক চৌধুরী আলিম ছিলেন একজন কর্মীবান্ধব নেতা

স্মরণসভায় আমীর খসরু

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইসহাক চৌধুরী আলিম বিএনপির রাজনীতিতে ছিলেন একজন ত্যাগী ও সাহসী নেতা। তৃণমূলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করে তিনি নিজেকে মহানগর বিএনপির নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ইসহাক চৌধুরী আলিম একজন কর্মীবান্ধব নেতা ছিলেন।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ চরচাক্তাই স্কুল মাঠে মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইসহাক চৌধুরী আলিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের সভাপতিত্বে এবং ইউনুছ চৌধুরী হাকিমের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম।

প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আলিম যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য অধ্যাপক নরুল আলম রাজু্‌, মো. কামরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী আসু। বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী নূরুল আকতার, জাকির হোসেন, এম আই চৌধুরী মামুন, হাজী নবাব খান, আকতার খান, আবদুল মান্নান, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মেজবাহ উদ্দিন মিন্টু, জসিম উদ্দিন, দুলাল সওদাগর, সানাউল কাদের সানি, আবদুল কাইয়ুম জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওল্ড প্ল্যাসিডিয়ানস্‌ এসোসিয়েশনের ফ্যামেলি মিউজিক্যাল নাইট
পরবর্তী নিবন্ধশোষণমুক্ত ও বৈষম্যহীন দেশ বিনির্মাণে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে