ইসলাম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ

আমব্রেলা একাডেমির বার্ষিক প্রোগ্রাম

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

আমব্রেলা একাডেমি’র বার্ষিক প্রোগ্রাম “Nurun Ala Nur: Led by Faith, Guided by Knowledge UA Annual Program 2025” গত শনিবার বায়েজিদের রৌফাবাদের পাহাড়িকা আবাসিকে অনুষ্ঠিত হয়েছে। যেখানে শিক্ষার্থীরা প্রতিভা প্রদর্শনের পাশাপাশি সুস্থ, সৃজনশীল ও ইসলামের আদর্শে জীবন গঠনে শিক্ষা প্রতিষ্ঠানটির অঙ্গীকার প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলা একাডেমির আইআইইউসির সাইন্স অব হাদীস এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আতিয়ার রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমব্রেলা একাডেমি ফাউন্ডার চেয়ারম্যান আতিকা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির অধ্যাপক ও আমব্রেলা একাডেমির একাডেমিক কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আতহার উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আইআইইউসির দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিসের বিভাগীয় প্রধান ড. মো: আমিনুল হক, বায়েজিদ বোস্তামি থানা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুফাখখারুল ইসলাম খসরু। আমব্রেলা একাডেমির অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর আলোচনায় ইসলাম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন এবং আমব্রেলা একাডেমির শিক্ষা কারিকুলামের ভূয়সী প্রশংসা করেন। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আয়োজনে হামদনাত, শিক্ষামূলক নাটিকা, বৃন্দ আবৃত্তিসহ বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা স্থান পায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার আনিসের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধগোটা ইউক্রেন, আরও বেশি কিছু চান পুতিন