সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নস্থ আবদুস সালাম জামে মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল গত ৭ মার্চ রাতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন মসজিদের খতিব মাওলানা আবদুল রহিম। সভায় প্রধান অতিথি বলেন, ইসলাম সবসময় শান্তি, সমপ্রতি, সততা ও মানবকল্যাণে কাজ করে। ইসলামের মর্মবাণী অনুধাবন করে আমাদেরকে মানবিক ও পরিশুদ্ধ মানুষ হয়ে উঠতে হবে। ইসলাম যুগ যুগ মানবতার কল্যাণের কাজে অবদান রেখে যাচ্ছে। বর্তমান সরকার সকল ধর্মের কল্যাণে নানামুখী কাজ করে চলেছে।
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করে চলেছে। এদেশে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামের খেদমতে কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












