‘ইসলাম নিয়ে কথা বলার তিনি কে?’

ফরাসি প্রেসিডেন্টকে এরদোয়ান

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

‘ইসলাম সংকটে রয়েছে’ বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে বক্তব্য দিয়েছেন, সেটার কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সমপ্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে ইসলামকে ‘বিদেশি ও কট্টরদের’ প্রভাবমুক্ত করার ডাক দিয়েছেন। এরদোয়ানের মতে, এটা হলো খোলাখুলি উসকানি দেওয়া। গত সপ্তাহে ম্যাঁক্রো জানিয়েছেন, আগামী ডিসেম্বরে তার সরকার একটি বিল আনবে। ১৯০৫ সালে ফ্রান্সে রাষ্ট্র থেকে চার্চ আলাদা করা হয়েছিল। সেই আইনকেই আরো শক্তিশালী করা হবে।’ তার পরিকল্পনা হলো, মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থারও তদারকি করা। খবর বাংলানিউজের।
তবে ফরাসি প্রেসিডেন্টের এ পরিকল্পনাকে খোলাখুলি উসকানি বলে বর্ণনা করে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ‘ইসলাম সংকটে রয়েছে বলে ম্যাঁক্রো যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উসকানিও দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টকে তীব্র আক্রমণ করে এরদোগান আরো বলেছেন, ‘ম্যাঁক্রো এসব কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?’

পূর্ববর্তী নিবন্ধফিনল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রী হলো ১৬ বছরের তরুণী
পরবর্তী নিবন্ধকলকাতায় বিজেপির মিছিলে পুলিশের বাধা, ব্যাপক গণ্ডগোল