ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে

দরসুল কোরআন মাহফিলে আল্লামা জুবাইর

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোচেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। পুরুষের পাশাপাশি নারী তাঁর স্বীয় মর্যাদা অক্ষুণ্ন রেখেই সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। নারীকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। ইসলামী নির্দেশনা পূর্ণাঙ্গ অনুসৃত হলে নারীর মর্যাদা ও অধিকার সমুন্নত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

ইসলাম নারীকে মর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। নারী হচ্ছে মাতৃত্বের গর্বিত দাবিদার। নারী মুক্তির ক্ষেত্রে ইসলামী বিধিনিষেধের পূর্ণাঙ্গ অনুসরণের বিকল্প নেই। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিনের উদ্যোগে গতকাল শুক্রবার জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিন ব্যাপী পবিত্র দরসুল কোরআন মাহফিলের ১ম দিবসের মহিলা মাহফিলে তিনি এসব কথা বলেন। একেএমবিএর চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান মোফাসসির হিসেবে দরস পেশ করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। মাহফিল উদ্বোধন করেন ছিপাতলী গাউসিয়া মঈনিয়া বহুমূখী কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নিজামী। বিষয় ভিত্তিক দরস পেশ করেন, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা মোকাররম বারী, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, কাজী মাওলানা শফিউল আজম আলকাদেরী, মাওলানা জানে আলম নিজামী, মাওলানা আবদুল আজিজ রজভী, শায়খ মাওলানা জাহিদ কাদেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী। স্বাগত বক্তব্য দেন, মাহফিল প্রস্তুতি কমিটির সচিব স ম হামেদ হোসাইন। দরসুল কোরআন মাহফিলের আজ ২য় দিবসে সকাল ৯টা থেকে শিশুকিশোর সমাবেশ এবং বিকেল ২টায় পবিত্র দরসুল কোরআন মাহফিলের মূল পর্ব অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মুক্তির কথা শুনি’
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় আটক ১