ইসলাম ধর্ম বিরোধী কোনো বিষয় পাঠ্যবইয়ে সংযোজন করা হবে না

মতবিনিময়ে শিক্ষা উপমন্ত্রী

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সভাপতি মুজিবুল হক সাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

গতকাল বেলা ১১টাই নগরীর চশমা হিলের বাসভবনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ রাজনৈতিক বিবিধ আলোচনার মধ্যে বিশেষত পাঠ্য বইয়ে ইসলাম ধর্ম ও কোরআনসুন্নাহর বিরোধী যাতে কিছু না থাকে এবং ইসলামী মনীষীদের জীবনী সংযোজনের বিষয়ে শিক্ষা উপমন্ত্রী কাছে জোর দাবি জানান। কোরআনসুন্নাহর আদর্শের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রনয়ণের উপরও গুরুত্বারোপ করেন। এছাড়া নেতৃবৃন্দ সন্ত্রাসজঙ্গিবাদ তথা যে কোনোরূপ সংঘাতসহিংসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন।

এ সময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ইসলামী মূল্যবোধ তথা ধর্ম বিরোধী কোনো বিষয় পাঠ্য বইয়ে সংযোজন করা হবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সহসভাপতি এস এম আব্দুল করিম তারেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ এমরান, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. মুহাম্মদ হাশমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, এম কফিল উদ্দীন রানা, শাহজাদা এস এম মাইনউদ্দীন সঞ্জরী, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্‌ ইকবাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতা গোলাম নুর টুকুর নামে রাস্তার নামকরণ
পরবর্তী নিবন্ধবাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা