পূর্ব নাসিরাবাদস্থ মসজিদ গল্লি মহল্লা কমিটি আয়োজিত ইসলাম জমিদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেড অ্যান্টস একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত ৮ মার্চ স্থানীয় মহল্লা কমিটির মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা মাত্র ১ উইকেটে চিটাগাং কিংস একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাটিং নিয়ে কিংস একাদশ নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৮ রান করে। জবাবে মেড অ্যান্টস একাদশ ৬০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে ৯ উইকেট হারিয়ে। চৌকস নৈপুন্যের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের রিজওয়ান। শেষে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন পুরস্কার বিতরন করেন। জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর তৌফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহ–সভাপতি উম্মে হাবিবা আঁখি। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস।












