ইসলাম চট্টগ্রামের ইতিহাসকে সমৃদ্ধ করেছে

সেমিনারে ড. ইফতেখার

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন জুঁইফুলের উদ্যোগে ‘কর্ণফুলী নদীর অববাহিকায় ইসলাম প্রচার ও প্রসার’ শীর্ষক সেমিনার সংগঠনের সভাপতি জিএম মামুনুর রশিদের সভাপতিত্বে সম্প্রতি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন সোহেল মো. ফখরুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুর রহিম, অ্যাডভোকেট এ.ডি.এম আরুছুর রহমান, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ মোকতার, চৌধুরী জসীমুল হক, রাশেদুল বারী, রাকিবুল হোসাইন ফোরকান। প্রধান অতিথি বলেন, ইসলামী দাওয়াতের পবিত্র স্মৃতি চিহ্ন চট্টগ্রামের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস আজ
পরবর্তী নিবন্ধঅসহায় বিচারপ্রার্থীকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়া হয়