যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং হলে সিকার অফ উইজডমের ব্যবস্থাপনায় আলোচনা সভা গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্ট্যাট পুলিশ অফিসার কে এম হাসনাতের পরিচালনায় ও আল্লামা জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবার–ই–গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
অনুষ্ঠানে প্রধান আলোচক নর্থ ব্রুনস ইসলামিক সেন্টার নিউইয়র্কের পরিচালক ও খতিব শায়খ ড. সাইফুল আযম আল আযহারী বলেন, সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে তওবা বলা হয়–নফসের শহর থেকে ক্বলবের শহরে সফর করা। নফসের শহরে মারামারি–হিংসা–অহংকার–বিদ্বেষ রয়েছে। বান্দা নফসের শহর থেকে ক্বলবের শহরের দিকে যাওয়ার নিয়ত করার সাথে সাথেই তাঁর উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং ধীরে ধীরে তাঁর মধ্যে রূহানিয়্যত জাগ্রত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুসলিম উম্মাহ্ একটি কালেক্টিভ ফেইলিয়ারের মধ্যে আছে। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। মুসলিম উম্মাহর এই অধঃপতন হওয়ার অন্যতম কারণ হলো– ডিসকানেকশান। ইসলাম একে অপরের সাথে কানেক্টেড হতে শিক্ষা দেয়। অনুষ্ঠানে বিজেনেস আ্যসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদও বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।