আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর এবং চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের সাবেক খতীব আল্লামা জালালুদ্দীন আলকাদেরী (রহ.) তাঁর জ্ঞান-গভীর বক্তব্য সুন্নি মুসলমানদের উজ্জীবিত করেছে। শান্তি ও সহমর্মিতার ধর্ম ইসলামের শাশ্বত দর্শন প্রচার-প্রসারে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তিনি।
গত রোববার সকালে আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অক্সিজেনস্থ কার্যালয়ে আল্লামা জালালুদ্দীন আলকাদেরীর (রহ.) বার্ষিক ফাতেহা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় প্রকাশনা সচিব ও রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমানে রজভীয়ার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা ইউনুচ রেজভী, কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মুহাম্মদ আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মিঞা জুনায়েদ, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের রজভী, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, এস এম ইকবাল বাহার, মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ মিনহাজ উদিদ্দন সিদ্দিকী, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ জিয়া, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, মুহাম্মদ রিদুয়ান কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।