আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও তরীকতের প্রচার–প্রসারে আল–ইসতিয়াব এর ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা সভা ও মাসিক আল–ইসতিয়াবের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ৭ ডিসেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ অডিটোরিয়ামে আহলা দরবার শরীফের আছাদিয়া নূরীয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত মজলিশে শুরা সদস্য আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আল কাদেরী। মাসিক আল ইসতিয়াব নির্বাহী সম্পাদক মাওলানা নুরুল্লাহ রায়হান খান আল কাদেরির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক ড.নু ক ম আকবর হোসাইন, ড. মুহাম্মদ খলিলুর রহমান (প্রবন্ধকার), অধ্যক্ষ ড. আল্লামা ঈসমাইল নোমানী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড. মাওলানা সাইফুল ইসলাম আযহারী, ড. মোহাম্মদ নূর নবী আযহারী, মাওলানা আবুল হাশেম আল কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন কাদেরী, মুহাম্মদ আব্দুল কাদের সাকিব, আল–কাদেরী, রিদওয়ান হৃদয়, ক্বারি মাসুম মুহাম্মদ ইমরান, মাওলানা সাদ্দাম রেজা চিশতি প্রমুখ। অতিথিবৃন্দ বলেন– তাসাউফ সম্পর্কে ধারণা না থাকার কারণে আজ সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। যেসব পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে তাদের পবিত্র মাজার সমূহ ভাঙা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












