ইসলামের মর্মবাণী তুলে ধরাই আলেমদের কাজ : বাবুনগরী

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। একে কলুষিত করতে বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে। যুগে যুগে এসব ষড়যন্ত্র চলে আসছে। কিন্তু আলেম ওলামারা কোরআন হাদীদের আলোকে ইসলামের শাশ্বত বাণী তুলে ধরায় ষড়যন্ত্রকারীরা পরাস্ত হয়েছে। তাই ইসলামের মর্মবাণী যথাযথভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরাই হল আলেম সমাজের কাজ।
তিনি গতকাল শুক্রবার ফটিকছড়ির জামেয়া ইসলামীয়া ওবাইদিয়া মাদ্রাসার দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদ্রাসার বার্ষিক মাহফিলে বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লীর সমাগম ঘটে নানুপুরে। মাহফিলের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন ঢাকার বারিধারা মাদ্রাসার মোহাদ্দেস আমজাদ হোসেন, ঢাকার আফতাব নগর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আবু মুছা, যশোর থেকে আগত মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি মাহমুদুল হাসান, ঢাকার বনশ্রী রামপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা ইয়াহিয়া মাহমুদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আ ফ ম খালেদ হোসেন প্রমুখ। এছাড়া গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন ওবাইদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ছালাউদ্দিন। এতে সাতকানিয়ার সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর আলম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে সৈয়দ গিয়াস উদ্দিনের (ক.) খোশরোজ আজ