ইসলামের প্রচার ও প্রসার মুসলিমদের ঈমানি দায়িত্ব

দোয়া মাহফিলে মনজুর আলম

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, অলি আউলিয়াদের মাধ্যমে পবিত্র ইসলাম প্রচার ও প্রসার হয়েছে। আল্লাহর অলি আউলিয়াদের খেদমত, তাদের পথ অনুসরণ এবং পবিত্র ইসলামের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করা ধর্মপ্রাণ মুসলিমদের মূল দায়িত্ব। পবিত্র ইসলামের প্রচার ও প্রসারই ধর্মপ্রাণ মুসলিমের ঈমানি দায়িত্ব।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর এইচ এম ভবন অডিটরিয়ামে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে হযরত শাহছুফি মঈনুদ্দিন শাহ (.) এর বার্ষিক ওরশ শরীফ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারুক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এসব কথা বলেন। প্রতিষ্ঠানের ট্রাস্টি মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সোয়াম আবদুল্লাহ মনজুর আলম, আয়ান আবদুল্লাহ মনজুর আলম, নায়েফ আবদুল্লাহ মনজুর আলমসহ অন্যরা। দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (.) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ ইউনুস রজভী। মোনাজাতে দেশ, জাতির কল্যাণ ও সমৃদ্ধির কামনাসহ সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পুত্র ফারুক আজমের রোগমুক্তি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি কলেজ প্রাণিবিদ্যা বিভাগে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের কবি-সাহিত্যিকদের সঙ্গে কবি নূরুল হুদার আড্ডা