ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে

কালীপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মাওলানা শাহজাহান

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা শুধু আধ্যাত্মিকতারই নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও মানুষকে সঠিক পথ দেখায়। আধুনিক প্রযুক্তি আমাদের জীবনের অনেক ক্ষেত্রকে সহজ করেছে, কিন্তু একে যেন আমরা জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয়ে যাই। ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সমপ্রীতি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবাইর, নুরুল আমিন, আশরাফ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতি চর্চায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবুল মনজুরের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন