ইসলামের নামে সন্ত্রাসবাদের জন্ম দিয়ে যুগে যুগে ধিক্কারের পাত্র ইয়াজিদ

শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে জমিয়তুল ফালাহ মসজিদে আহলে বায়তে রাসূল (.) স্মরণে ৪০ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের গতকাল বুধবার ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়েছে। মসজিদ কমপ্লেক্সের নিচতলায় পর্দা সহকারে মহিলারাও মাহফিল শুনেন। মাহফিলে আলোচকরা বলেছেন, ৬১ হিজরিতে ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে নবী পরিবার ও হযরত ইমাম হোসাইনের (রা.) ওপর জঘন্য নির্মমতা নৃশংসতা দেখিয়েছিল পাষণ্ড ইয়াজিদ। জনগণের মতামত তোয়াক্কা না করে গায়ের জোরে মসনদে বসে দুঃশাসন চাপিয়ে দিয়ে ইয়াজিদ ঘৃণ্য নজির সৃষ্টি করেছে। ইসলামের নামে উগ্রতা সহিংসতা ও সন্ত্রাসবাদের জন্ম দিয়ে যুগে যুগে ধিক্কারের পাত্র হয়ে আছে পাপিষ্ঠ ইয়াজিদ। অন্যদিকে ইসলাম নির্দেশিত সত্য পথ এবং ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক দর্শনকে সমুন্নত করে কারবালা প্রান্তরে হাসিমুখে জীবন দিয়েছেন প্রিয় নবীর (.) দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও নবী পরিবার। গতকালের মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালখালী হাওলা দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। তিনি বলেন, হযরত ইমাম হোসাইন (রা.) ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার জন্য ইয়াজিদের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হননি। বরং ইয়াজিদই অন্যায়ভাবে ক্ষমতায় বসে জনগণের ওপর দুঃশাসন চাপিয়ে দিয়ে ধিকৃত হয়ে আছে। শুভেচ্ছা বক্তব্য দেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, যে ক্ষমতা চায় বা নিজ থেকে কোনো দায়িত্ব নিতে চায় তাকে ক্ষমতা দেওয়া যাবে না। আর যে ক্ষমতা চায় না যোগ্যতা থাকলে তাকেই গুরু দায়িত্ব দিতে হয়। এটাই ইমাম হোসাইনের (রা) দর্শন। সেদিন হযরত ইমাম হোসাইন (রা) ক্ষমতার জন্য ইয়াজিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হননি। বরং দুরাচারী পাপিষ্ঠ ইয়াজিদের নিপীড়নমূলক দুঃশাসন রুখে দিয়ে জনপ্রত্যাশার আলোকে ইসলামের সত্য ও ন্যায়ের পতাকাই উড়িয়েছেন হযরত ইমাম হোসাইন (রা.)। আলোচনা করেন আল্লামা মোশাররফ হোসেন হেলালী, গহিরা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুহাম্মদ ফখরুদ্দিন, সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী, আশেকানে আউলিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক আল্লামা মুহাম্মদ ইউসুফ কাদেরী। মাহফিলে অতিথি ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফকিহ মুফতি কাযী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী ও পরিচালক আক্তার পারভেজ, ঈছাপুর দরবারের শাহজাদা সৈয়দ মুহাম্মদ এহছানুল করিম, ফটিকছড়ি শফিকিয়া দরবারের সাজ্জাদানশীন মুহাম্মদ ফখরুদ্দিন কাদের চৌধুরী, আশরাফিয়া সিলসিলার মুহাম্মদ রক্তিম আশরাফি, মঞ্জরুল আলম মঞ্জু। পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলশাদ আহমেদের নির্মিত বিগত দিনের চমৎকার একটি ভিডিও ডকুমেন্টরি পরিবেশিত হয়। কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ক্বারী মুহাম্মদ এরশাদ। নাতে রাসূল (.) পরিবেশন করেন সায়ের মুহাম্মদ মঈনুদ্দীন। সঞ্চালনা করেন, . জাফর উল্লাহ ও হাফেজ মুহাম্মদ ছালামাত উল্লাহ। হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণির পরিবেশনায় সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসে বয়ে যেতে পারে দুটি মৃদু তাপপ্রবাহ, নিম্নচাপ সৃষ্টির শঙ্কা
পরবর্তী নিবন্ধসওজের ৪৬৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ