ইসলামের উজ্জ্বলতম আলোকবর্তিকা বড়পীর আবদুল কাদের জিলানী

স্মারক বক্তৃতায় বক্তাদের অভিমত

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

বড়পীর গাউসুল আজম শেখ আবদুল কাদের জীলানী (রা.) এর ৮৮২তম ওফাত বার্ষিকী স্মরণে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আয়োজিত স্মারক বক্তৃতায় বক্তারা বলেন, মুসলমানদের দুঃসময়ের কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বড়পীর হজরত গাউসুল আজম আবদুল কাদের জিলানী (র.) সঠিক পথের সন্ধান দিয়েছেন। নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া অডিটোরিয়ামে আয়োজিত ‘দ্বীনের পুনরুজ্জীবনদাতা বড়পীর গাউসুল আজম (রা.) স্মারক বক্তৃতায় বক্তারা আরও বলেন, প্রিয় নবীর সুযাগ্য উত্তরাধিকার বেলায়তের সম্রাাট আবদুল কাদের জিলানী ইসলামের উজ্জ্বলতম আলোকবর্তিকা যার হেদায়তের আলোতে মুসলমানরা সঠিক পথের সন্ধান পেয়েছেন। সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদের সভাপতিতে মহাসচিব শাহজাদা ইবনে দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মারক বক্তৃতায় অংশগ্রহণ গ্রহণ করেন, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান ও জামেয়ার প্রধান ফকিহ আল্লামা কাজী আবদুল ওয়াজেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনারের কাছে তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধীরা এখনো ঘাপটি মেরে আছে