‘ইসলামী সাহিত্য-সংস্কৃতি চর্চায় কানু শাহ (রা.) অনুপম দৃষ্টান্ত’

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

সুফিতত্ত্বের গভীর অনুশীলন, জ্ঞান সাধনা, ইসলামী সাহিত্য ও সংস্কৃতির চর্চায় এতদঞ্চলের একজন অলিয়ে কামেল, বেলায়তের সম্রাট, পাঁচ তরিকার পীর, শ্রেষ্ঠ সাধক, মহাকবি, কুতুবে মখতুব, শাহীন শাহ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রা.) অসাধারণ অবদান রেখে গেছেন। বহু গ্রন্থ রচনার পাশাপাশি দ্বীন ও মাজহাবের খেদমতেও আত্মনিবেদিত ছিলেন হযরত কানু শাহ (রা.)। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলীনগরস্থ হযরত আলি রজা কানু শাহ (রা.)’র বার্ষিক ওরশ মোবারকে সভাপতির বক্তব্যে বড়মিঞা রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি মুহাম্মদ ইলিয়াছ রজা। পরিচালনার দায়িত্ব ছিলেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া। উল্লেখ্য, শাহ সুফি হযরত কানু শাহ (রা:)’র নির্দেশিত বিষু এবং বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা. রক্তদান কর্মসূচি, ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবরুক বিতরনসহ তিনদিন ব্যাপী বিবিধ কর্মসূচি পালিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বিহারে স্মরণসভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে একরাতে দুই কৃষকের ৬ গরু চুরি