ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিশু কিশোর সমাবেশ

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন একেএমবির চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন বলেছেন, শিশুকিশোরদের ইসলামী সংস্কৃতি চর্চা ও অনুশীলনে অনুপ্রাণিত করতে অভিভাকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিজাতীয় সংস্কৃতি রোধে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুটন্ত ফুলের উদ্যোগে গত ২ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের কেন্দ্রীয় মহাপরিচালক হেলাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এস এম আব্দুল করিম তারেক, মাস্টার আনোয়ারুল আজিম, ওয়াহেদ মুরাদ, কাজী মফিজুর রহমান, লায়ন মোহাম্মদ ইমরান, এম কফিল উদ্দীন রানা, আহমদ রেজা, ইমদাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, রাসেদুল ইসলাম রাসেল, আবদুল্লাহ আল মুমিন,শহিদুল ইসলাম,মাসরুর রহমান, ইশতাকুর আনোয়ার রাহিব, বোরহান উদ্দীন, জেসান উল্লাহ পিয়াল প্রমুখ। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশফিকুল ইসলাম স্মরণসভা
পরবর্তী নিবন্ধতিলোত্তমা চট্টগ্রামের ছাদকৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা