ইসলামী শ্রমনীতি সকল মানুষের অধিকারের গ্যারান্টি দেয়

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালায় শাহজাহান চৌধুরী

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, নীতি নৈতিকতাহীন একদল মানুষ বিদেশ থেকে ধার করে আনা বস্তা পচা আদর্শ এদেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে ক্ষমতার মসনদ দখল করে। ফলে শ্রমজীবী মানুষরা প্রতারিত হয়। তারা তাদের অধিকার বঞ্চিত হয়। একমাত্র সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব এবং ইসলামী শ্রমনীতি শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। ইসলামী শ্রমনীতি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার গ্যারান্টি দেয়।

তিনি গতকাল শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা খায়রুল বাশর, ডা. এ কে এম ফজলুল হক, ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, মহানগরীর সহসভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভূঁইয়া, আবু তালেব চৌধুরী, আসাদ উল্লাহ আদিল, মোস্তাক আহমদ প্রমুখ।

এস এম লুৎফর বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের একমাত্র ইসলামী শ্রমিক সংগঠন। এই সংগঠন ইসলামের পতাকাকে ধারণ করে ইসলামী শ্রমনীতির প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। যতদিন না ইসলামী শ্রমনীতি এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন আমাদের সংগ্রাম চালিয়ে যাবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় ৯ দিনব্যাপী নাট্যসম্ভার উদ্বোধন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৫টি চোরাই ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২