‘ইসলামী শিক্ষা আত্মশুদ্ধি ও নৈতিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ভূমিকা একই সূত্রে গাঁথা। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশে মাদরাসা শিক্ষা অনন্য ভূমিকা পালন করছে।’ গত ২১ অক্টোবর বেলা ১১ টায় আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি)-এর ব্যবস্থাপনায় ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উক্ত মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মনজু এসব কথা বলেন। মাদরাসার অধ্যক্ষ–সচিব মাওলানা বদিউল আলম রিজভির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ, অতিথি ছিলেন জিবি সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জোবের আলম। সহকারী অধ্যাপক মাওলানা আবুল হাছানাত আল কাদেরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাওলানা এ এস এম জালাল উদ্দিন ফারুকী, সহকারী অধ্যাপক আমির আলী, প্রভাষক মুহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক মুহাম্মদ হাসান, মাওলানা ইউনুস তৈয়্যবী, মাওলানা জহির উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, আতাউর রহমান কায়সার, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা আবদুল গফুর খান, রাবেয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌস, রহিমা বেগম, সাহিদা পারভীন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।