ইসলামী শিক্ষার বিস্তারে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : সৌদি রাষ্ট্রদূত

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদদুহাইলান। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে তিনি মাদ্রাসায় আসেন। এসময় তিনি মাদ্রাসার বিভিন্ন ক্লাস রুম পরিদর্শনসহ পরিচালক ও অন্যন্যা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় ড. আবু রেজা মোহাম্মদ নদভী এমপি তাঁর সাথে ছিলেন।

এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, ইসলামী শিক্ষার বিস্তারে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ইসলামের মধ্যপন্থা, শান্তি, সহাবস্থান নীতির উল্লেখ করে যে কোনো চরমপন্থা ও উগ্রতা পরিহারের আহ্বান জানান।

রাষ্ট্রদূত আরো বলেন, ইসলামে কোরআনের পাশাপাশি হাদিসও গুরুত্বপূর্ণ সোর্স। হাদিসের ওপর আরো উচ্চতর গবেষণার জন্য ছাত্রদের প্রতি সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গমনের আহ্বান জানিয়েছেন। দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা উচ্চতর পড়াশোনার জন্য সৌদি আরব যেতে আগ্রহী হলে ঢাকাস্থ সৌদি দূতাবাস সহযোগিতা দিবে বলে জানান। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, বাংলাদেশ সীমিত সামর্থ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করেছে। সৌদি সরকার সব সময় বাংলাদেশ এবং এই দেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে এবং এটা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম (পরিচালক) আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, আল্লামা শেখ আহমদ, আল্লামা হাফেজ শোয়াইব জমিরী, আল্লামা মুফতি জসিমুদ্দীন, মুফতি কিফায়াতুল্লাহ, মাওলানা আহমদ দীদার কাসেমী, মাওলানা ওমর কাসেমী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, হাটহাজারী মডেল থানার ওসি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে দুটি গাড়ীর সংঘর্ষ, নিহত ১
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক নয়, ইসলামী আন্দোলনের দাবি জাতীয় সরকার