ঢাকা ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা মুরাদপুর হতে স্থানান্তরিত হয়ে চকবাজারে গতকাল রবিবার খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির আঞ্চলিক প্রধান নুরুল আরসাদ চৌধুরী, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জাহেদ ইকবাল, নিউমার্কেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, হালিশহর শাখার ব্যবস্থাপক কাজী জসীম উদ্দীন, আন্দরকিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নূর কাসেম। অনুষ্ঠানে প্রতিথযশা ব্যবসায়ী, চাকুরিজীবী ও অন্যান্য শ্রেণী-পেশার ব্যাক্তিবর্গ এসে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ব্যাংকটি অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় গতানুগতিক ব্যাংকিং সেবার পাশাপাশি সারাদেশে দুইটি শাখার মাধ্যমে পুরোপুরি অনলাইন কার্যক্রমের আওতায় দেশের সকল শাখা হতে জনগণের দোরগোড়ায় ইসলামী ব্যাংকিং সেবা সুনামের সাথে পৌঁছে দিচ্ছে। এরই ফলশ্রুতিতে ‘এশিয়া মানি’ নামীয় বিশ্বখ্যাত অর্থনৈতিক ম্যাগাজিন ২০২১ সালে ব্যাংকটিকে বাংলাদেশের সেরা করপোরেট ও বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি।