ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও ১ম সাধারণ সভা গত ৮ আগস্ট সংগঠন কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি স.. এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখতার হোসাইন তালুকদার ও দপ্তর সম্পাদক কাজী এমএ জলিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ উল্লাহ খতিবী। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সহসভাপতি মৌলানা তাহের সাঈদ, সৈয়দ মোহাম্মদ আজম, শেখ মোহাম্মদ ফরিদুল হক, সহসাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম সিকদার, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মৌলানা জসিম উদ্দীন, মৌলানা নুরুল ইসলাম রহিমী, আমানত উল্লা সেফু, কাজী সামশুল আলম, কাজী মৌলানা আব্দুল খালেক, শেখ মো. ফোরকান কাদেরী, কাজী মিজানুল কাদের, আহমদ নূর, মো. রিফাত হোসেন, মৌলানা মোহছেন শরীফ, মো. মাহাবুব আলম তালুকদার, মৌলানা আবদুল কাদের, মৌলানা আমানত উল্লাহ আল মারুফ প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ উল্লাহ খতিবী।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের জশনে জুলুছের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধজামায়াতে ইসলামী উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের নির্বাচনী সমাবেশ