ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার অভিষেক অনুষ্ঠান

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার অভিষেক অনুষ্ঠান জলদী মিয়ার বাজারস্থ বাঁশখালী প্লাজায় বাঁশখালী উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ২৮ জুলাই অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম. মহিউল আলম চৌধুরী। তিনি বলেন, বাঁশখালীর প্রধান সড়কটি দিয়ে শুধু বাঁশখালীর মানুষের চলাচল নয়, উক্ত সড়কটি দিয়ে কক্সবাজার, চকরিয়া, টেকনাফ, কুতুবদিয়া দরবার শরীফ, মহেশখালীর মানুষসহ বিভিন্ন জেলার মানুষের যাতায়াত রয়েছে। যার কারণে উক্ত সড়কে প্রাইভেট গাড়ি, সিএনজি এবং বড় বাসগুলো যাতায়াত করে। তাই উক্ত সড়কটি দিয়ে যাতে কেউ মাদক চোরাচালান করতে না পারে এবং সড়কটি যেন যানজট ও দুর্ঘটনা মুক্ত করে নিরাপদ করা হয় সে বিষয়ে উপজেলা প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌস আলম আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মৌলানা মোখতার শিবলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাউছিয়া কমিটি বাঁশখালী দক্ষিণের সভাপতি আবু বক্কর শিকদার, বাঁশখালী ইসলামি ফ্রন্টের সহসভাপতি মাস্টার জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আশেকুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, সাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার মিজান, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ মাওলানা শওকত আলী, মাওলানা রাশেদুল ইসলাম, বশর শিকদার, এইচ.এম ফারুক, হাফেজ আবু সৈয়দ, হেলাল, খোরশেদ হাশেমী, শহীদ রেজা, আবদুর রহিম বকসু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভ্রাম্যমাণ আদালতের অভিযান লোহাগাড়ায় ৯ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমানোন্নত হেফজখানা না হলে সহি শুদ্ধ কুরআন শিক্ষা অসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা