ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের মতবিনিময় সভা

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আগামী ৮ অক্টোবর বুধবার বেলা ২টা হতে মুরাদপুর এলজিইডি ভবন কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( .) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (.) এর অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনার সফল করার লক্ষে সোমবার বিকালে নগরীর চেরাগি পাহাড়স্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাথে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের মতবিনিময় সভা সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সচিব ও সেমিনার প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর দৌলতী, নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক মুহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কীটনাশক ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
পরবর্তী নিবন্ধদিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ