ইসলামী ফ্রন্ট খানখানাবাদ ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট ৩নং বাঁশখালী খানখানাবাদ ইউনিয়ন শাখার কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন গত ১৫ আগস্ট ডোংরা বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হাফেজ নুরুল আলমের সভাপতিত্বে এবং মুহাম্মদ সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, ইসলামী ফ্রন্টের ব্যানারে বিগত সরকারগুলোর সময় পশ্চিম বাঁশখালী উপকূলীয় অঞ্চলে স্থায়ী টেকসই বেড়িবাঁধের জন্য দাবি জানিয়ে আসছি। এই সকল কারণে বাঁশখালীর মানুষ যদি যোগ্য নেতৃত্ব পায় তাহলে ৩নং খানখানাবাদ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তিনি আরো বলেন, দেশের আর্থ সামাজিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার থেকে সত্যিকার মুক্তির উপায় হচ্ছে দ্রুত সংস্কার কাজ শেষ করে অতি শীঘ্রই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং কুরআন সুন্নাহর আলোকে দেশ ও সমাজ পরিচালনা করা। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন হাবিবুর রহমান, হুমায়ুন কবির জাহেদ, মুনিরুল আলম আশরাফী, রাশেদুল ইসলাম নয়ন, শহিদ রেজা, আব্দুল মুস্তাফা ফারহান, শহিদুল ইসলাম, শরফুদ্দিন, হাফেজ রফিক, হাফেজ জসিম প্রমুখ। শেষে নুরুল আলমকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক, মামুন রেজাকে সাংগঠনিক সম্পাদক ও মাহাবুবুর রহমানকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল