আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী হলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক আলী হোসাইন। দলের কেন্দ্রীয় নির্দেশে তিনি মেয়র পদে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল শনিবার তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাত থেকে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন। আজ রোববার বিকেল ৩টায় পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার হাতে তার মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনাসহ অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে নির্বাচনে আলী হোসাইনের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার ঘোষণা দেয়।